ভারতের পাহাড়ি রাজ্য সিকিমের পশ্চিমাঞ্চলের আপার রিম্বি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত তিনজন। এছাড়া আহতাবস্থায় অনেকেই এখন চিকিৎসাধীন। ঘটনার পরপরই পুলিশ, এসএসবি এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতা চালান। গেজিংয়ের পুলিশ সুপার শেরিং শেরপা জানান, বিপজ্জনক এলাকায় উদ্ধার চালানো ছিল অত্যন্ত কঠিন। তবু নদীর উপর দ্রুত অস্থায়ী কাঠের সেতু বানিয়ে কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গত দুদিন আগে উত্তর সিকিমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কিছু জায়গা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল। কিন্তু তার মধ্যেই নতুন এই ধসে চরম বিপাকে পড়েছে স্থানীয় মানুষজন। নিখোঁজদের খোঁজে তল্লাশি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে পাহাড়ি অঞ্চলে টানা বর্ষণের কারণে নতুন করে ধস নামার আশঙ্কা রয়েছে। ফলে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতের পাহাড়ি রাজ্য সিকিমের পশ্চিমাঞ্চলের আপার রিম্বি...