কুমিল্লার বুড়িচং সদরে অবস্থিত সোনালী ব্যাংকের ভেতরে এক নারী গ্রাহকের নাকে-মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) ছিটিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুড়িচং থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বুড়িচং সদরের ইসলাম কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকের ভেতরে। ভুক্তভোগী মোসা. সামসুন নাহার (৪৫), পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের জব্বার মাওলভী বাড়ির মো. আব্দুল মালেকের স্ত্রী। তিনি জানান, তার এক ছেলে ও দুই ভাই বর্তমানে সৌদি আরবে কর্মরত। পরিবারের ঋণ ছিল প্রায় ১৫ লাখ টাকা। বিদেশ থেকে পাঠানো কিস্তির টাকা পরিশোধ করতে তিনি ব্যাংকে গিয়ে চেকের মাধ্যমে ১ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেন। অভিযোগ সূত্রে জানা যায়, টাকা উত্তোলনের পর ক্যাশ কাউন্টারের সামনে দাড়িয়ে তিনি টাকা গুনছিলেন। এ সময়...