জানতে চাইলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-(ওজোপাডিকো-২) নির্বাহী প্রকৌশলী জিএম মাহমুদ প্রধান বলেন, বর্তমানে প্রিপেইড মিটারে বিদ্যুৎ সরবরাহ করায় নতুন করে বকেয়া পড়ছে না। কিন্তু পুরাতন বকেয়া আদায় সর্বশেষ আগস্ট মাসে যশোর পৌরসভাকে চিঠি দেওয়া হয়েছে। কোনো সাড়া পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধের তাগিদ দেওয়া হচ্ছে।’ জানতে চাইলে যশোর পৌরসভার উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. সাইফুজ্জামান বলেন, নিজস্ব আয় থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। আয় সংকটে বকেয়া বিল পরিশোধ সম্ভব হচ্ছে না। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর মাসে বকেয়া বিলের মধ্যে ৬ লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।’ তিনি আরও বলেন, অচল সড়ক বাতি শিগগিরই সচল হবে। সড়ক বাতি ক্রয়ের টেন্ডার সম্পন্ন হয়েছে। এক মাসের মধ্যে অকেজো সড়ক বাতি পরিবর্তন করে নতুন বাতি সংযোজন সম্ভব হবে। এছাড়াও নতুন টাওয়ার...