সরকারি জমি ও অর্থে নির্মিত দুঃস্থ ও উচ্ছেদকৃতদের জন্য নির্ধারিত ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয় দেশের গরিব ও ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের জন্য। অথচ ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ সরকারের সময় এসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে সিনিয়র আমলা, সচিব, বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক, প্রকল্প কর্মকর্তা ও রাজনৈতিকভাবে সুবিধাভোগী গোষ্ঠীর কাছে—যাদের অনেকেই আগে থেকেই প্লট বা ফ্ল্যাটপ্রাপ্ত। এমনকি মিথ্যা তথ্য দিয়ে একাধিক সুবিধাও নিয়েছেন অনেকেই।বিশ্লেষকরা বলছেন, এটি শুধু ক্ষমতার অপব্যবহার নয়, এটি দেশের হাজারো বাস্তুচ্যুত মানুষের অধিকার হরণ ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের জঘন্যতম উদাহরণ।ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প বাস্তবায়নের জন্য অধিগ্রহণ করা জমিতে বসবাসকারী ৯ হাজার ১৯০ জন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নেয়া হয় “সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প”। এতে নির্মাণ করা হয় ১২টি বহুতল ভবনে মোট ১,৩৪৪টি ফ্ল্যাট—যার মধ্যে বরাদ্দ পাওয়ার আবেদন...