প্রথমে নখে কোনও নেইলপলিশ লাগানো থাকলে সেটা রিমুভ করুন। হালকা গরম পানিতে শ্যাম্পু ও লেবুর রস দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। নেল কাটার দিয়ে নখ কাটুন ও ফাইল করুন। এরপর হালকা স্ক্রাব দিয়ে হাত ঘষে নিন। লোশন বা অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করুন। যখন ম্যানিকিওর করবেন তখন গরম পানিতে লবণ ও শ্যাম্পু মিশিয়ে পা ১৫ মিনিট ভিজিয়ে রেখে দিন। নখ কাটুন ও ফাইল করুন। পিউমিস স্টোন...