যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে গুলিতে নিহত চার্লি ক্লার্কের সন্দেহভাজন খুনির একটি ভিডিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে দেখা যায়, কার্ককে গুলি করার পরপরই সন্দেহভাজন ব্যক্তি ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ছেন। এরপর তাঁকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। এ ছাড়া গতকাল কার্ককে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির ছবিও প্রকাশ করা হয়েছে। তদন্তকারীরা বলছেন, ঘটনাস্থলে একটি রাইফেল পাওয়া গেছে। সেটি কার্ক হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাইফেল ও গুলিতে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে লেখা ছিল। কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানান, নিরাপত্তা ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি সিঁড়ি বেয়ে ছাদে উঠে কার্ককে নিশানা করে গুলি চালান। যুক্তরাষ্ট্রে অস্ত্রের অধিকারের কট্টর সমর্থক কার্ক যখন গণহারে গুলি চালানোর বিষয়ে দর্শকদের একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখন গুলিটি তাঁর ঘাড়ে এসে লাগে। এ সময় আতঙ্কে...