ঢাকা: ইয়োগা বা যোগব্যায়াম শুধু শরীরচর্চা নয়, এটি মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার এক অনন্য মাধ্যম। এ ধারণাকে সামনে রেখে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বসুন্ধরা স্পোর্টস সিটিতে উদ্বোধন হলো ‘বসুন্ধরা কমিউনিটি ইয়োগা’র। সকালের ভারী বৃষ্টিকে উপেক্ষা করে শতাধিক স্বাস্থ্যসচেতন মানুষ হাজির হন এ বিশেষ আয়োজনে। শিশু থেকে প্রবীণ-সবার অংশগ্রহণে উদ্বোধনী দিনটি পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়। অংশগ্রহণকারীরা জানান, আগে তারা ছড়িয়ে-ছিটিয়ে অনুশীলন করলেও এখন একসঙ্গে এত মানুষের অংশগ্রহণ ইয়োগাকে আরও আকর্ষণীয় ও কার্যকর করে তুলেছে। বসুন্ধরা চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগবসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ব্যক্তিগত উদ্যোগেই এ আয়োজনের সূচনা হয়েছে। তিনি মনে করেন, ইয়োগা সুস্থ জীবনযাপনের অন্যতম কার্যকর উপায়, যা বিশেষ করে প্রবীণদের সুস্থ রাখতে সহায়তা করবে। বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (বিক্রয় ও বিপণন) বিদ্যুৎ কুমার ভৌমিক বলেন,...