সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যেই ‘উপজেলার প্রভাবশালীরা’ বিষয়টি নিয়ে কথা বলতে নিষেধ করছে বলে অভিযোগ করেছেন শিশুটির মা। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার গুরুতর আহত শিশুটিকে নিয়ে থানায় আসেন তার মা, পরে শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগী শিশুটির মা বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে তার মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী তিন কিশোর খেলার কথা বলে শিশুটিকে ডেকে একটি ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। মেয়ের কান্নার শব্দ শুনে তিনি পাশের বাড়িতে গিয়ে তিনি ভেতরে ঢুকতেই ঘরের পেছনের দরজা দিয়ে ওই তিন কিশোর পালিয়ে যায়। ভুক্তভোগী শিশুটির মা আরও অভিযোগ করেন, তাদের পাশে দাঁড়ানোর...