কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির বাজার। এর সঙ্গে মাছের দামও ধীরে ধীরে নাগালের বাইরে চলে যাচ্ছে। চালের বাজারও যথারীতি চড়া। সব মিলিয়ে বাজারে গিয়ে রীতিমতো বিপাকেই পড়তে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, শুধু সবজিই নয়, আলু ছাড়া নিত্যপণ্যের বাজারে অনেক পণ্যের দামই এখন চড়া।রাজধানীর অধিকাংশ বাজারের চিত্রই একই। আলু, পেঁপে ছাড়া ৮০ টাকার নিচে কোনো সবজি নেই বললেই চলে। গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০-১৪০ টাকায়। বরবটি, করলা, চিচিঙ্গা, কচুর লতি বাজারভেদে দাম ১০০-১২০ টাকা পর্যন্ত। ঝিঙ্গা, পটোল ৮০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে।রাজধানীর বাজারগুলোতে মাছের দাম ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে। কোরাল মাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়, আইড় ৬০০ থেকে ৭৫০ টাকায়। চিংড়ি (বাগদা ও গলদা) আকারভেদে...