এরই মধ্যে বিপিএল ফিক্সিং নিয়ে স্বাধীন তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে। তাদের সুপারিশ অনুযায়ী বোর্ড কী ব্যবস্থা নিচ্ছে, কীভাবেই বা তাদের শাস্তির বিষয়টি নির্ধারণ করা হবে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে আরও দুজন মিলে একটা ট্রাইব্যুনালের মতো করে পুরো ব্যাপারটি দেখা হবে।আমিনুল ইসলাম জানান, অভিযুক্তদের চূড়ান্ত ইন্টারভিউর পর তাদের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘শাস্তি ঠিক করবেন তারা। তার আগে অভিযুক্তদের চূড়ান্ত ইন্টারভিউ নেবেন। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, তারা সেগুলো আরেকবার যাচাই-বাছাই করে অ্যাকশন নেবেন।’তিনি আরও বলেন, ‘এখানে দুটো কাজ হচ্ছে। বিপিএলের সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগেরও একটা ঘটনা আছে। এই দুটো কাজ একসঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা হবে। বোর্ডের নির্বাচনের আগেই হয়ে যেতে...