দেশের জনপ্রিয় লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্য নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ করেছেন তার বড় ছেলে ইমাম জাফর নোমানি। এই দুঃখজনক খবরটি প্রথমবারের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়বিদারক পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন তিনি। বর্তমানে রাজধানীর বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন ফরিদা পারভীন।নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুক পোস্টে ইমাম জাফর নোমানি লিখেছেন, ‘সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আম্মাকে (ফরিদা পারভীন) গত বুধবার বিকেল থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত বিকেল থেকেই উনার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং ব্লাডপ্রেশার নেই।’তিনি আরও লিখেছেন, ‘এখন ডাক্তাররা সর্বোচ্চ মাত্রার ওষুধ দিয়ে কৃত্রিমভাবে তার ব্লাডপ্রেশার ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং মেশিনের মাধ্যমে তার ফুসফুসটা চালিয়ে নেওয়া হচ্ছে। খুবই বেদনাদায়ক যে, আম্মার এই শেষ মুহূর্তেও কিছু অ-মানুষ এখনো নানা পরিচয়ে বিভিন্ন মাধ্যমে আর্থিক...