তাওহীদ হৃদয় কিছুতেই স্বচ্ছন্দে ব্যাটিংটা করতে পারছেন না। গতকাল এশিয়া কাপে হংকংকে হারানোর পথে করেছেন ৩৬ বলে অপরাজিত ৩৫ রান। এই ইনিংস আপাতদৃষ্টিতে কার্যকর মনে হলেও টি-টোয়েন্টিসুলভ নয়। রান তাড়ায় বাংলাদেশও ধীরগতির ব্যাটিং করে জিতেছে ১৪ বল হাতে রেখে। অনেকে বলছেন, টাইগারদের আরও আগে জেতা উচিত ছিল। কিন্তু তাওহীদ হৃদয় তা এমনটা ভাবছেন না। এদিন ম্যাচসেরা লিটন দাসের স্ট্রাইকরেট ১৫১.২৮ থাকলেও হৃদয়ের স্ট্রাইকরেট ছিল ১০০-এর চেয়ে কম। তবু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আত্মপক্ষ সমর্থন করে হৃদয় বলেন, ‘জেতার মানসিকতা নিয়েই সবাই মাঠে যাই। দিনশেষে ফলাফলটাই আসলে গুরুত্বপূর্ণ। ম্যাচ যদি না জিততাম, তাহলে আপনারাই তো প্রশ্ন তুলতেন। আমরা পরিস্থিতির দাবি অনুযায়ী খেলার চেষ্টা করেছি।’ আবুধাবিতে আগে ব্যাটিংয়ে নেমে হংকংয়ের ১৪৩ রান তাড়ায় ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। ১৪ বল আগে জেতায় লিটনদের...