
দুবাইয়ে আজ শুক্রবার ওমানের বিপক্ষে এশিয়া কাপের অভিযান শুরু করতে যাচ্ছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচের আগে লেফট-আর্মার স্পিনার মোহাম্মদ নওয়াজকে ‘বিশ্বের সেরা স্পিনার’ হিসেবে ঘোষণা করলেন পাকিস্তান ক্রিকেট দলের কোচ মাইক হেসন। একইসঙ্গে তিনি বলেছেন, অভিজ্ঞ তারকা ব্যাটসম্যান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের অনুপস্থিতিতে দলের ব্যাটিং লাইন-আপ ক্রমাগত উন্নতি করছে। এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। হেসন বলেন, ‘আমাদের ব্যাটিং লাইনাপ ক্রমেই বিকশিত হচ্ছে। অনেক খেলোয়াড়ের রয়েছে যারা নিজেদের দিনে ম্যাচ জেতাতে পারে, তবে এখনও তাদের ধারাবাহিকতা আসেনি। আমাদের লক্ষ্য হলো, পরিস্থিতি বুঝে ব্যাটিং ইউনিটের সঠিক সিদ্ধান্ত নেওয়া।’ মূলতঃ ব্যাটিং নিয়ে কাজ করা হেসন বোলারদের পারফরম্যান্সেও সন্তুষ্ট। বিশেষ করে স্পিনারদের পারফরম্যান্স তাকে খুবই খুশি করেছে। লেফট-আর্মার মোহাম্মদ নওয়াজ সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজে...