১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পিএম ঈশ্বরদীর পদ্মার চরে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ধনেপাতা উত্তোলন হচ্ছে। আগাম ধনেপাতা চাষে ভাগ্য ফিরছে পদ্মা পাড়ের চাষিদের। এই এলাকার ধনেপাতার মান ও ঘ্রাণ ভালো হওয়ায় এটি স্থানীয় চাঞ্চল্য থেকে ধনেপাতা মান অনুযায়ী প্রতিদিন ৩২০০ থেকে ৪০০০ হাজার টাকা মণ দরে বিক্রি হয়। ঈশ্বরদীর পদ্মার চরে ৭০ হেক্টর জমিতে এবার ধনেপাতার আগাম আবাদ হয়েছে। এটি মূলত শীত মৌসুমের ফসল হলেও স্থানীয় কৃষকেরা আগাম আবাদ করছেন। উপজেলার পদ্মা তীরবর্তী প্রত্যন্ত চাঞ্চল্য চররূপপুর, দাদাপুর, বিলকেদার লক্ষ্মীকুন্ডা চরের জমিতে ব্যাপক ধনিয়া পাতার আবাদ হয়েছে। চাষিরা জমি থেকে ধনেপাতা তোলা আবার কেউ পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততা চোখে পড়ে ধনেপাতা ব্যবসায়ীদের। তারা ধনেপাতা জমি থেকে তোলার পর প্যাকেটজাত করণের জন্য...