ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রীড়ামোদীদের উৎসব। এই ম্যাচের টিকিটের চাহিদা যেমন তুঙ্গে থাকে, তেমনি টিভির পর্দার সামনেও থাকে সাধারণ দর্শকদের উপচে পড়া ভিড়। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে এবারের লড়াই নিয়ে যেন দর্শকদের উন্মাদনা কিছুটা কম। সেটি অনুমান করা যায় টিকিট বিক্রির পরিসংখ্যান দেখে। বিক্রি শুরুর দশ দিনেরও বেশি সময় কেটে গেলেও এখনো সম্পূর্ণ বিক্রি হয়নি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্তও অনেক টিকিট অবিক্রীত রয়ে গেছে। যদিও আশা করা হচ্ছিলো, চরম উত্তেজনাপূর্ণ এই ম্যাচের টিকিট দ্রুতই বিক্রি হয়ে যাবে। আয়োজকদের মনে এমন প্রত্যাশা জমেছে গেল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞতা থেকে। সে সময় একই ভেন্যুতে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট চার মিনিটেরও কম সময়ে বিক্রি...