১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পিএম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা একযোগে দুটি টেবিলে চলছে। ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর ২১টি হলের মধ্যে ১৭টি হলের ফলাফল চূড়ান্ত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ে মোট ২১টি আবাসিক হলের মধ্যে ১১টি ছাত্র ও ১০টি ছাত্রী হল। গণনা শেষ না হওয়া চারটি হলের ফলাফলের কাজ এখনও চলমান রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, গণনার গতি অনুযায়ী আজ দুপুরের মধ্যেই বাকি হলগুলোর ফলাফল নির্ধারণ সম্পন্ন হবে। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। তবে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা হওয়ায় পুরো প্রক্রিয়া শেষ হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা...