১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পিএম যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে দুই জন নারী ও দুইজন পুরুষ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তাদেরকে গোগা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।আটকরা হলেন- যশোরের অভয়নগর থানার বর্ণিমালাধরা গ্রামের কামরুল মোল্লরে ছেলে মিঠু মোল্লা (৩২), একই থানার পাতালিয়া গ্রামের মৃত আহমদ সরদারের ছেলে মিজানুর সরদার (৪৫), যশোর কোতোয়ালি থানার বলডাঙ্গা গ্রামের সরোয়ার বিশ্বাসের মেয়ে শাপলা খাতুন(২৩) ও পিরোজপুরের নাজিরপুর থানার চরখোলা গ্রামের রতন খলিফার মেয়ে সুমি আক্তার(২৪)। বিজিবি জানায়, গোপন খবরে তারা জানতে পারেন গোগা সীমান্ত দিয়ে নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাবে। এমন খবরের ভিত্তিতে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই সীমান্ত এলাকায় অবস্থান নেয়।...