১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের অর্থনীতি ও সরকারি সম্পদের অপব্যবহার নিয়ে নতুন আলোচনার ঝড় উঠেছে। ফিনান্সিয়াল টাইমসের এক নতুন ডকুমেন্টারি “বাংলাদেশ’স মিসিং বিলিয়নস, স্টোলেন ইন প্লেইন সাইট”-এ বলা হয়েছে, হাসিনার শাসনামলে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। এই তথ্য প্রকাশ পাওয়ার পর অন্তর্বর্তী সরকার এখন সেই অর্থ ফেরত আনার উদ্যোগ নিয়েছে, যদিও কাজটি সহজ নয়। ডকুমেন্টারিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের গ্রীষ্মে হাসিনার সরকার সরকারি চাকরিতে বিতর্কিত কোটা প্রস্তাব আনে। এতে আওয়ামী লীগের নেতাদের আত্মীয়দের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে ছাত্র ও সাধারণ জনগণের ক্ষোভ চরমে পৌঁছায়। ছাত্রদের নেতৃত্বে শুরু হয় দেশব্যাপী তীব্র বিক্ষোভ। সরকারী দমন ও সহিংসতা শুরু হয়, যেখানে...