১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাড়াতলা গ্রামে তুষার সিরামিক কারখানার ধোঁয়া ও কাদাপানি আশপাশের ফসল ও গাছপালা নষ্ট করছে। তিন বছর ধরে ধান, পাট, কলা ও শাকসবজি উৎপাদনে মারাত্মক ক্ষতি হচ্ছে বলে স্থানীয় কৃষকরা অভিযোগ করছেন। গ্রামের কৃষক শফিকুল ইসলাম জানান, আমাদের সংসার চলে ফসলের ওপর। কিন্তু কারখানার ধোঁয়া ও বিষাক্ত পানিতে আমার ধান নষ্ট হচ্ছে। গ্রামের অর্ধেক কৃষক একই সমস্যায়। রাইসুল ইসলাম আরও বলেন, খালে জমে থাকা কাদাপানি এবং দুর্গন্ধে সড়কে চলা দুর্ভোগজনক। স্থানীয়রা জানাচ্ছেন, ২০২০ সালে পরিবেশ অধিদফতর ছাড়পত্র নিয়ে কারখানা স্থাপন করা হয়েছে। শুরুতে এলপিজি ব্যবহার হলেও বর্তমানে কয়লা জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তুষার সিরামিকের পরিচালক মো. ওয়াহেদুজ্জামান দাবি করেছেন, আমরা অনুমতি নিয়ে কাজ করছি।...