বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক ধারাবাহিক জয়—শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডের বিপক্ষে—একটি নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছে। টি-টোয়েন্টিতে ব্যাটিং-বোলিং উভয় বিভাগে খোলামেলা খেলা, দ্রুত সূচনা, কার্যকর ওপেনিং পার্টনারশিপ এবং তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সই এই সাফল্যের মূল চাবিকাঠি। এই মনোবল যদি এশিয়া কাপেও বজায় থাকে, তবে ফাইনালে ওঠার দারুণ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সামনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ইতোমধ্যেই বলেছেন, “শুরুটা যদি ভালো হয়, আমাদের কাছে টুর্নামেন্ট স্মরণীয় হয়ে উঠতে পারে।” বিশ্লেষকদের মতে, দলের বর্তমান স্কোয়াডে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারের চমৎকার মিশ্রণ রয়েছে। একই সঙ্গে স্পিন ও পেস বোলিংয়ে সুষম সমন্বয় আছে, যা ইউএই-এর উইকেটে কার্যকর হতে পারে। তবে ফর্ম ও মনোভাবের পাশাপাশি কয়েকটি চ্যালেঞ্জও সামনে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের চাপ:গ্রুপ-‘বি’-তে রয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা—দুটি ঐতিহ্যগতভাবে শক্তিশালী দল। একটি ম্যাচ হেরেও গ্রুপ...