এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর সবজির বাজারে লেগেছে আগুন। বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি খুঁজে পাওয়া এখন যেন সৌভাগ্যের বিষয়। কাঁচা মরিচ ও বেগুনের দাম শতক ছাড়িয়ে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ কেজি প্রতি ২০০ টাকা, বেগুন আকারভেদে ১০০ থেকে ১৮০ টাকা, টমেটো ১২০ টাকা, করলা ও কাঁকরোল ১০০ টাকা এবং পটল ও ঢেঁড়স ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ থেকে ৬০ টাকা ও পেঁপে কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি স্বস্তি নেই মাছ-মাংসের বাজারেও। ইলিশের কেজি ২৪০০ থেকে ২৬০০ টাকা, চিংড়ি ৯০০ থেকে ১০০০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ টাকা এবং সোনালী মুরগি...