নিহতরা হলেন— গোলাম সরোয়ার (৪২) ও তার তিন বছরের শিশুকন্যা মুসকান। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় বায়তুস সুলতান জামে মসজিদের সামনে সড়কের পাশে একটি কাভার্ডভ্যান আগে থেকে দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় ও এর যাত্রীরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে প্রাইভেটকার থেকে ছয় যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ বলেন, আহতদের মধ্যে গিয়াস উদ্দিন ও সাগর নামের দুজনের অবস্থা গুরুতর ছিল। তাদের প্রাথমিক চিকিৎসা...