আঙুল ফোটানো অনেকেরই নিত্যদিনের অভ্যাস। কারও কাছে এটি স্বস্তিদায়ক, আবার অনেকের কাছে ভীষণ বিরক্তিকর। তবে প্রশ্ন থেকে যায়—আঙুল ফোটানো কি হাড় বা জয়েন্টের জন্য ক্ষতিকর? অনেকে মনে করেন, নিয়মিত আঙুল ফোটালে দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে। কিন্তু চিকিৎসাবিজ্ঞান কী বলছে? চলুন জেনে নেওয়া যাক- একজন চিকিৎসক টানা ৫০ বছর ধরে কেবল একটি হাতের আঙুল ফোটাতেন। দীর্ঘ সময় পর তিনি দেখেন, ফোটানো হাত ও না ফোটানো হাতের মধ্যে কোনো পার্থক্য নেই। এ থেকেই বোঝা যায়, আঙুল ফোটানো সবসময় ক্ষতিকর নয়। বিশ্বব্যাপী প্রায় ৫৪ শতাংশ মানুষ নিয়মিত আঙুল ফোটান। এর পেছনে নানা কারণ রয়েছে। –কেউ মনে করেন এতে মানসিক চাপ কমে, যদিও বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিশেষজ্ঞ চিকিৎসক স্টার্নসের মতে, আঙুল ফোটানোর সময় জয়েন্টের চারপাশের স্থান থেকে গ্যাস নির্গত হয়। এটি নাইট্রোজেন বুদবুদের মতো,...