নিজস্ব প্রতিবেদক: দুর্বল হিসেবে চিহ্নিত পাঁচটি ব্যাংকের উদ্যোক্তাদের সব শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এই শেয়ারগুলোর বিপরীতে উদ্যোক্তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। কারণ, ব্যাংকগুলোর নিট সম্পদ এখন ঋণাত্মক (নেগেটিভ), ফলে শেয়ারগুলোর আর কোনো প্রকৃত মূল্য নেই। বাংলাদেশ ব্যাংক একীভূত ব্যাংকের নামে শতভাগ সরকারি মালিকানায় নতুন শেয়ার ইস্যু করবে। এর আওতায় গঠিত হবে নতুন পরিচালনা পর্ষদ এবং নিয়োগ দেওয়া হবে একজন নতুন সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা)। বর্তমান পাঁচ ব্যাংকের সম্পদ, দায়দেনা এবং শাখাগুলো নবগঠিত ব্যাংকের অধীনে চলে আসবে। এসব ব্যাংকের মালিকানায় এস আলম গ্রুপের সংশ্লিষ্টতা রয়েছে, এবং অভিযোগ রয়েছে—তাদের মাধ্যমে এসব ব্যাংকে বিপুল অর্থ লুটপাট এবং পাচার হয়েছে। নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন হবে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে: ৩ হাজার কোটি টাকা আসবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে...