১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পিএম বাংলার পূঞ্জিকা অনুযায়ী দেশে আমের মৌসুম শেষ হয়ে গেছে। কিন্তু মৌসুম শেষে বরেন্দ্র অঞ্চলে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। এখানে এখনো গাছে গাছে ঝুলছে সুস্বাদু কাটিমন আম, যেন নতুন করে শুরু হচ্ছে আমের মৌসুম। গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহম্মেদের মতে, কাটিমন বা সুইট কাটিমন হলো থাইল্যান্ড থেকে আনা একটি প্রজাতি। দেশীয় জাতের বাইরে সারাবছর চাষ করা যায় বলে এর বাণিজ্যিক সম্ভাবনা অনেক। মৌসুমের বাইরেও বাজারে এই আমের চাহিদা থাকে, ফলে দামও ভালো। চাষিরা বছরে দু’বার আম সংগ্রহ করতে পারেন। এজন্যই দিন দিন বাড়ছে কাটিমন চাষে আগ্রহ। সরেজমিনে বাগান শুক্রবার সরেজমিন ঘুরে দেখা যায়, গোদাগাড়ী বরেন্দ্রভূমিতে এবং তানোর উপজেলার মুন্ডুমালা থেকে কলমা পর্যন্ত সড়কের দুই পাশে অসংখ্য কাটিমন...