খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এসে আহত এবং নিহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।নিহতরা হলেন গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যা শিশু মুসকান।আহতরা হলেন নিহত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), স্বজন সাগর (৩০) ও গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।কুমিল্লার দুর্ঘটনায় আহত ২ জনের মৃত্যুনিহত এবং আহতরা সবাই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা।জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিহত গোলাম সরওয়ার পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ঘুরতে বেরিয়েছিলেন। তারা চট্টগ্রামের ফয়’স লেক ও কক্সবাজার যাওয়ার কথা ছিল। পথে মিরসরাইয়ের ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘শুক্রবার সকালে চট্টগ্রামমুখী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ঠাকুরদীঘি এলাকায়...