১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম কাউখালীর জয়কুল খালের উপরে ব্রিজ নির্মাণের নামে বছর ধরে খালে নৌ চলাচল বন্ধ করে ব্রিজ নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে কাজ ফেলে রেখে পালিয়েছে ঠিকাদার। যার ফলে জয়কুল খাল দিয়ে নৌপথে সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। কাউখালী চিড়াপাড়া নদীর শাখা জয়কুল খাল। এই খালের দক্ষিণ পারে অবস্থিত দুস্থদেরকে দেওয়া সরকারি আবাসন এবং জাপানি ব্রাক নামে পরিচিত আবাসন। যেখানে প্রায় দেড় শতাধিক ভূমিহীন পরিবার বসবাস করে । এই আবাসনের সামনের জয়কুল খাল পার হয়ে এখানকার ছোট ছোট শিশু ছাত্র-ছাত্রীরা ও সাধারণ মানুষকে জয়কুল প্রাথমিক বিদ্যালয়, কারিগরি বিদ্যালয়, কাউখালী কলেজ, কাউখালী মহিলা কলেজ, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, ভূমি অফিস এবং বিভিন্ন হাট-বাজারে যেতে হয়। যে...