হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। দারুণ ফিফটি উপহার দিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অধিনায়ক লিটন কুমার দাস। তবে দুর্বল প্রতিপক্ষের দেওয়া ১৪৪ রানের টার্গেট তাড়া করতে একটু বেশিই সময় নিয়ে ফেলেছে বাংলাদেশ- এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। তাদেরই একজন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। রান তাড়ায় বাংলাদেশ ম্যাচ জিতেছে ১৭.৪ ওভারে। ওয়াসিম জাফরের মতে, ম্যাচটা ১৫-১৬ ওভারের মধ্যে জেতা উচিত ছিল। ক্রিকবাজের ম্যাচ পরবর্তী আলোচনায় তিনি বলেন, ‘আমার মনে হয় ১৫ কিংবা ১৬তম ওভারে খেলা শেষ করার মতো সুযোগ বাংলাদেশের কাছে ছিল। তারা সেটা চেষ্টা করতে পারত। লিটন এবং তাওহীদের মধ্যে লম্বা একটা জুটি হয়েছে। দেখুন, তাওহীদ হয়ত সমান কিংবা কাছাকাছি পরিমাণ বল খেলে ৩৫ রান করেছে। তাদের কাছে দুই ওভার আগেই শেষ করার মতো সুযোগ ছিল।...