দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে ভোটার বেড়েছে ৭৮ হাজার ৩৭২ জন। ভোটকেন্দ্র বেড়েছে ৪৭টি। কমেছে ৬৩৩টি বুথ। বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক প্রকাশিত খুলনার ছয়টি আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকায় এ তথ্য উল্লেখ করা হয়েছে। প্রকাশিত খসড়া তালিকায় খুলনার ছয়টি আসনে ৮৪০টি কেন্দ্র এবং ৪ হাজার ৮৭টি ভোটকক্ষ রয়েছে। খুলনায় বর্তমানে ভোটার রয়েছেন ২০ লাখ ৭৮ হাজার ২৫৩ জন। খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে ৬টি আসনে ভোটার ছিল ১৯ লাখ ৯৯ হাজার ৮৮১ জন। এ বছর ভোটার রয়েছেন ২০ লাখ ৭৮ হাজার ২৫৩ জন। ৮৪০টি ভোটকেন্দ্র এবং ৪ হাজার ৮৭টি ভোট কক্ষ রয়েছে। গেল নির্বাচনে ৭৯৩টি ভোটকেন্দ্র এবং ৪ হাজার ৭২০টি ভোট কক্ষ ছিল। বুথ কমেছে ৬৩৩টি।...