
১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ এএম ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা স্পষ্টভাবে জানিয়েছেন যে, সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ২৭ বছরের দীর্ঘ কারাদণ্ডের পরও সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা দেশকে কোনোভাবে শঙ্কিত করতে পারবে না। দেশের শীর্ষ নেতৃত্ব বিদেশী হস্তক্ষেপের দিকে মনোযোগ না দিয়ে ব্রাজিলের সার্বভৌম ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে অক্ষুন্ন রাখার ওপর জোর দিচ্ছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ব্রাজিলের ফেডারেল সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে ২৭ বছর ও ৩ মাসের জন্য কারাদণ্ড দেয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০২৩ সালের জানুয়ারিতে লুলা দা সিলভাকে ক্ষমতায় আসা রোধ করার জন্য অভ্যুত্থান আয়োজনের চেষ্টা করেছিলেন। আদালতের রায় স্পষ্টভাবে উল্লেখ করেছে, বোলসোনারোর কর্মকাণ্ড ছিল সংবিধান এবং গণতান্ত্রিক নিয়ম ভঙ্গের প্রচেষ্টা। লুলা দা সিলভা স্থানীয় টেলিভিশন চ্যানেল...