নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে ছাত্রদলের নির্বাচন বর্জনের বিষয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, “সারা দিন জাকসু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। মুহূর্তে মুহূর্তে খবর আসছিল। ছাত্রদলের প্যানেল সংবাদ সম্মেলন করেছে, এমনকি শিবিরের প্যানেলও সংবাদ সম্মেলন করেছে। হলভিত্তিক প্রার্থীরাও বিভিন্ন সময়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।” রুমিন ফারহানা জানান, তিনজন শিক্ষক নির্বাচন বর্জন করেছেন এবং সবাই একই অভিযোগ করেছেন—কারচুপি, আগেই ব্যালট বাক্স ভরে রাখা, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, এবং ভোটার তালিকায় অনিয়ম। তিনি প্রশ্ন তোলেন, “একটি হলে যদি ২৯৯ জন ভোটার থাকে, সেখানে ৪০০ ব্যালট পেপার কেন পাঠানো হলো? বলা হয়েছে ১০ থেকে ২০ শতাংশ অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে—কেন?” তিনি আরও বলেন, “ভোটারদের ছবিযুক্ত তালিকা থাকার কথা...