বরগুনার বামনায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খোলপটুয়া ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের ঈদগাহ মাঠের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার হয়।আরো পড়ুন:‘আর্থিক দ্বন্দ্বে’ মাকে হত্যানরসিংদীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা নিহতের নাম মো. আজিজুল (২২)। তিনি উপজেলার তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে। স্থানীয় বাসিন্দা বাদল মিয়া জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় দূরে কিছু একটা পানিতে ফেলে দেওয়ার শব্দ শুনতে পান তিনি। সেখানে যাওয়ার পর রাস্তায় রক্ত দেখেন। তার চিৎকার শুনে লোকজন ছুটে এসে ডোবার ভেতর মরদেহ দেখতে পান। এরপর পুলিশ...