খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আট থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়।আরো পড়ুন:বরগুনায় ডোবায় মিলল গলা কাটা মরদেহচাকরিজীবী নারীর সম্পদ লুট, দম্পতি কারাগারে খুলনা মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ (মিডিয়া) জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা খুব শিগগিরই নতুন কর্মস্থলে যোগ দেবেন। বদলি করা ওসিরা হলেন- সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. শফিকুল ইসলামকে খুলনা সদর থানায়, খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুমকে লবণচরা থানায়, হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশারকে আড়ংঘাটা থানায়, লবণচরা থানার ওসি মো. তোহিদুজ্জামানকে হরিণটানা থানায়, আড়ংঘাটা থানার ওসি মো. তুহিনুজ্জামানকে খানজাহান...