বাংলাদেশ অধিনায়ক লিটন দাস তার কাজটা ঠিকভাবেই করে চলেছেন। টি-টোয়েন্টি সংস্করণে নেতৃত্বের ভার কাঁধে নিয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে দলকে এগিয়ে নিচ্ছেন। এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে জয়ের ম্যাচের নায়ক তিনি। গড়েছেন নতুন এক কীর্তি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডে তিনি এখন বাংলাদেশের শীর্ষে। হংকংয়ের বিপক্ষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ব্যাট হ্যাতে ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলতে ৬টি চারের সঙ্গে ১টি ছক্কা মেরেছেন লিটন। জয় থেকে জন্য ২০ রান দূরে থাকতে ইয়াসিন মুর্তজার বলে মিড উইকেটে একটি স্লগ সুইপে ছক্কা মারেন লিটন। এই এক শটেই অবসরে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন লিটন। হংকংয়ের বিপক্ষে মাঠে নামার সময় ৭৭টি ছক্কা নিয়ে মাহমুদউল্লাহর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন লিটন। গতকালের এক ছক্কাকেই এখন এককভাবে শীর্ষে তিনি। এই কীর্তি...