১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সাফারি ওয়ার্ল্ড চিড়িয়াখানায় সিংহের আক্রমণে এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঘটে যাওয়া এ ঘটনাটি বহু দর্শনার্থীর চোখের সামনে ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ ড্রাইভ-ইন জোন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। বন্যপ্রাণী বিভাগের মহাপরিচালক আত্তাপল চারোয়েনচানসা জানান, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ড্রাইভ-ইন জোন বন্ধ থাকবে। তিনি বলেন, ওই কর্মী তার গাড়ি থেকে নেমে যাওয়ার পর একটি সিংহ তাকে পেছন থেকে আক্রমণ করে। মুহূর্তেই আরও কয়েকটি সিংহ ঝাঁপিয়ে পড়ে এবং প্রায় ১৫ মিনিট ধরে আক্রমণ চালায়। পরে আরেক কর্মী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও তিনি বাঁচতে পারেননি। আত্তাপল চারোয়েনচানসা আরও জানান, সিংহের খাবারের সময়...