১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম দুনিয়ার রাজনীতিতে যেন বইছে অস্থিরতার ঝড়। একসময় যে পদকে মনে করা হতো স্থিতিশীলতা ও নেতৃত্বের প্রতীক, সেই প্রধানমন্ত্রীর আসন এখন হয়ে উঠেছে টালমাটাল। মাত্র ১৫ দিনের ব্যবধানে একে একে পদত্যাগ করেছেন চার দেশের প্রধানমন্ত্রী—নেপাল, ফ্রান্স, জাপান ও থাইল্যান্ড। নানা সংকট, গণরোষ, নৈতিকতার প্রশ্ন এবং রাজনৈতিক বিভাজনের মুখে এরা প্রত্যেকেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। নেপালের রাজনৈতিক নাটকে বিস্ফোরণ ঘটে সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি ও ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে। তরুণ প্রজন্মের শান্তিপূর্ণ প্রতিবাদ মুহূর্তেই রূপ নেয় ব্যাপক বিক্ষোভে। রাজধানী কাঠমান্ডু থেকে ছড়িয়ে পড়ে সারাদেশে। অবশেষে চরম চাপে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার বিদায়ের মাধ্যমে দীর্ঘদিনের এক রাজনৈতিক অধ্যায়ের ইতি ঘটে। নেপালের ঘটনার দিনই ইউরোপের শক্তিধর রাষ্ট্র ফ্রান্সেও...