দিল্লি সরকার বিয়ার পান করার আইনি বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ২১ বছর করার পরিকল্পনা করছে। এর মাধ্যমে রাজধানী দিল্লিকে প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যে আনা এবং অবৈধ মদ বিক্রি নিয়ন্ত্রণ করাই মূল লক্ষ্য। চলতি সপ্তাহে দিল্লির আবগারি নীতি পর্যালোচনার সময় উচ্চপর্যায়ের এক বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বর্তমানে, নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ ও ফরিদাবাদসহ এনসিআর অঞ্চলের অন্যান্য শহরে মদ পানের আইনি বয়স ২১ বছর হলেও দিল্লিতে তা ২৫ বছর। ফলে রাজধানীতে অবৈধভাবে মদ বিক্রির প্রবণতা বেড়েছে বলে মনে করছে প্রশাসন। নতুন এই বয়সসীমা চালু হলে কালোবাজারি কমবে এবং সরকারের রাজস্বও সুরক্ষিত থাকবে বলে আশা করা হচ্ছে। সরকার দিল্লিতে মদের বিক্রয় ব্যবস্থায় পরিবর্তনের বিষয়েও চিন্তাভাবনা করছে। বর্তমানে কেবল রাজ্য-চালিত কর্পোরেশনগুলো মদের দোকান পরিচালনা করে। তবে একটি হাব্রিড মডেলের প্রস্তাব বিবেচনায় রয়েছে, যেখানে...