এই অস্থিরতার পেছনে মূল কারণ হলো রাজনৈতিক নেতাদের সন্তানদের বিলাসবহুল জীবন। সাধারণ নেপালি বেকারত্ব, ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্যের সঙ্গে লড়াই করলেও, রাজনৈতিক পরিবারের সন্তানরা, যাদের ‘নেপো কিডস’ বলা হয়, সামাজিক মাধ্যমে বিদেশ ভ্রমণ, বিলাসবহুল গাড়ি ও ডিজাইনার হ্যান্ডব্যাগের ছবি পোস্ট করে। এই ছবি ও ভিডিওগুলো টিকটক, ইনস্টাগ্রাম, রেডিট এবং এক্স-এ দ্রুত ছড়িয়ে পড়ে। #PoliticiansNepoBabyNepal ও #NepoBabies-এর মতো হ্যাশট্যাগ লাখ লাখ ভিউ পায়। এই পোস্টগুলোতে দেখানো হয় দামি গাড়ি, বিলাসবহুল পোশাক, বিদেশ ভ্রমণ এবং উৎকৃষ্ট খাবারের ছবি। অনেক পোস্টে সাধারণ নেপালিদের সমস্যা—বন্যা, বিদ্যুৎ বিভ্রাট এবং খাদ্যের মূল্যবৃদ্ধি—সঙ্গে juxtaposition হিসেবে দেখানো হয়। উদাহরণস্বরূপ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিরোধ খাতিওয়াদার কন্যা শৃঙ্খলা খাতিওয়াদা, যিনি ২৯ বছর বয়সী, বিদেশ ভ্রমণ ও বিলাসবহুল জীবনযাপনের কারণে বিক্ষোভকারীদের টার্গেটে ছিলেন। বিরোধ খাতিওয়াদার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শের...