বলিউড অভিনেত্রী প্রাচী দেশাইয়ের আজ জন্মদিন। প্রাচী বলিউডের সেই কয়েকজন অভিনেত্রীর মধ্যে একজন, যিনি কোনও তারকা পরিবারের না হওয়া সত্ত্বেও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার নিজস্ব পরিচয় তৈরি করতে সফল হয়েছেন।টিভি সিরিয়াল থেকে চলচ্চিত্র জগতে নিজের অনন্য ছাপ রেখেছেন তিনি। আজ (বৃহস্পতিবার) প্রাচী দেশাই তার ৩৬তম জন্মদিন পালন করছেন। তিনি ১৯৮৮ সালে ১২ সেপ্টেম্বর গুজরাটের সুরাটে জন্মগ্রহণ করেন।১৭ বছর বয়সে প্রাচীর টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক হয়েছিল প্রাচীর। জি টিভিতে প্রচারিত সিরিয়াল ‘কসম সে’ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন প্রাচী। এরপর বলিউড সিনেমা ‘রক অন’ দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন তিনি। এছাড়াও ‘লাইফ পার্টনার’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘বোল বচ্চন’সহ আরও অনেক সিনেমাতে অভিনয় করেছেন প্রাচী।এদিকে, শো ও মডেলিং ক্যারিয়ারের কারণে পড়াশোনা ছেড়ে দেন প্রাচী। সালমান খানের সঙ্গে একটি...