ইয়েমেনে ইসরাইলের বুধবারের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা কমপক্ষে ১৬৫ জন। ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানায়। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলের রাজধানী সানায় বুধবার ইসরাইল এ হামলা চালায়। গাজা যুদ্ধ থেকে ছড়িয়ে পড়া সাম্প্রতিক উত্তেজনার অংশ হিসেবে ইসরাইল ও হুথিরা এ ধরণের হামলা-পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এর আগে গত ৩০ আগস্ট সানায় এক হামলায় হুথি-নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নিহত হন। সেটিই ছিল হুথি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের টার্গেট করে প্রথম হামলা। আরও পড়ুনআরও পড়ুনইসরাইলের নাম উল্লেখ না করেই কাতারে হামলার নিন্দা জানাল নিরাপত্তা পরিষদ ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘হুথি সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বাধীন ইসরাইলবিরোধী হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। এসব হামলায় মানববিহীন আকাশযান...