কিছুদিন ধরেই মলিন পারফরম্যান্সের জন্য আলোচনায় বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। ক্যারিয়ারের শুরুতে প্রতিভার ছাপ রাখা তরুণ সবশেষ ফিফটি পেয়েছেন ১৩ ইনিংস আগে। এশিয়া কাপে প্রথম ম্যাচে একাদশে জায়গা নিয়ে উঠেছিল প্রশ্ন। হংকংয়ের বিপক্ষে ৩৬ বলে ৩৫ করা হৃদয় ঘটা করে বলে দিলেন- আদতে আমার ‘হানিমুন’ পর্ব শেষ। চেষ্টা করে চলেছি ঘুরে দাঁড়ানোর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে হংকংকে ব্যাটে পাঠান অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে ইয়াসিম মুরতাজার দল। জবাবে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে লাল-সবুজের দল। ২০২৪ সালে ২১ টি-টুয়েন্টিতে ৩০.৮১ গড় ও ১৩০.০৭ স্ট্রাইক রেটে হৃদয় করেছিলেন ৪৯৩ রান। এবছর ১৫ ম্যাচে ২৩.৬৩ গড় ও ১০৮.৭৮ স্ট্রাইক রেটে...