স্বর্ণালীর মতো অনেক নারীর সন্তান প্রসবের পর মানসিক অবস্থায় দ্রুত পরিবর্তন আসে। তারই একটি ধরণ হচ্ছে বিষণ্নতা। প্রতি ১০ জন মায়ের মধ্যে অন্তত ২-৩ জন এই প্রসবোত্তর বিষণ্নতায় ভোগেন। কেবল নারী নয়, অনেক সময় পুরুষ বা সদ্যজাত শিশুর বাবারও তেমনটি হতে পারে। দেখা দিতে পারে চরম বিষণ্ণতা, কমে যেতে পারে বল, বেড়ে যেতে পারে উদ্বেগ। কেউ কেউ কান্নাকাটি করেন, বিরক্ত হন, ঘুম ও খাওয়া-দাওয়ার সময় ও রুচি এলোমেলো হয়ে যায়। অতিরিক্ত বিষণ্নতা অনুভূত হয়। থেকে থেকে কান্না আসে। নিজেকে ভীষণ একা লাগে। ঠিকমতো ঘুম হয় না। কারও কারও সদ্যজাত শিশুর প্রতি অনাগ্রহ তৈরি হয়। অনেক সময় এসব সমস্যা শিশুর জন্মের ৯-১০ মাস পরেও শুরু হতে পারে। এডিনবোরা পোস্টনাটাল ডিপ্রেশন পরীক্ষার মাধ্যমে এটি সহজেই জেনে নেওয়া যায়। এতে রোগীর ১০টি মানসিক...