হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের ঝলমলে অর্ধশতকে ভর করে ৭ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয় লাল-সবুজরা। টাইগারদের এমন পারফরম্যান্সে খুশি হতে পারেননি ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর।ভারতের সাবেক এই ওপেনার মনে করেন, আরও দুই ওভার আগে খেলা শেষ করার দরকার ছিল বাংলাদেশের। একই সঙ্গে মনে করিয়ে দিলেন, হংকংয়ের মতো দলের সঙ্গে ভয় নিয়ে খেলা যাবে না।ক্রিকইনফোর ম্যাচ-পরবর্তী আলোচনায় ওয়াসিম জাফর বলেন, ‘আমি মনে করি ১৫ কিংবা ১৬তম ওভারে খেলা শেষ করার সুযোগ বাংলাদেশের সামনে ছিল। চাইলেই তারা সেটা করতে পারত। লিটন ও তাওহীদের মধ্যে লম্বা একটা জুটি হয়েছে। তাদের কাছে দুই ওভার আগেই শেষ করার মতো সুযোগ ছিল। কিন্তু তারা সেই সুযোগটা মিস করেছে।’হংকংয়ের মতো দলের বিপক্ষে ভয়ডরহীন...