১৪ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। টি-টুয়েন্টি সংস্করণে বড় জয়ই বলা যায়। এমন জয়ের পরও তাওহীদ হৃদয়ের দিকে ছুটে গেল প্রশ্নের তোপ। টুর্নামেন্টের ‘দুর্বলতম’ প্রতিপক্ষের সঙ্গে রানতাড়ায় আরেকটু আগ্রাসী মনোভাব দেখাতে পারত কিনা দল, প্রসঙ্গটি উঠল জোরালভাবে। হৃদয়ের মতে ‘স্মার্ট’ ক্রিকেটই খেলেছে বাংলাদেশ, রানরেটের চেয়ে জয়টা ছিল বেশি গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে হংকংকে ব্যাটে পাঠান অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে ইয়াসিম মুরতাজার দল। জবাবে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে লাল-সবুজের দল। পরে হৃদয়ের কথার সারমর্ম ছিল, আগে দরকার বাংলাদেশের জয় এবং বাকি ম্যাচে জয় নিয়েই গ্রুপপর্ব টপকাতে চায় দল। তাই রানরেট নিয়ে মোটেও বিচলিত নন হৃদয়। বলেছেন, ‘রানরেট...