১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ এএম নেপালের রাজনীতিতে যেন নেমে এসেছে এক অভূতপূর্ব নাটকীয়তা। সরকারের পতনের পর দেশজুড়ে ছড়িয়ে পড়া বিশৃঙ্খলা থেকে রক্ষা পেতে এক অভিনব কায়দায় পালিয়ে গেলেন দেশটির কিছু দুর্নীতিগ্রস্ত নেতা ও মন্ত্রীরা। হেলিকপ্টারের ঝুলন্ত রশিতে আটকে নিজেদের জীবন বাঁচানোর সেই দৃশ্য যেন হলিউডের কোনো অ্যাকশন সিনেমাকেও হার মানায়। আর এ রুদ্ধশ্বাস ভিডিও এখন ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তাল জনতার রোষের মুখে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার থেকে ফেলা দড়ি ধরে নিচ থেকে উপরে উঠে যাচ্ছেন কয়েকজন মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা। চারদিকে উত্তেজিত জনতা তাদের লক্ষ্য করে ছুড়ে দিচ্ছেন বিদ্রুপ ও তীব্র ব্যঙ্গ। কেউ কেউ চিৎকার করে হাসছেন, আবার কেউ ভিডিও করছেন সেই নাটকীয় মুহূর্ত। ফলাফল—ভিডিও আপলোড...