হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নাগুড়ায় অবস্থিত শচীন্দ্র ডিগ্রি কলেজটি এর শান্তিপূর্ণ ও সবুজ পরিবেশের জন্য পরিচিত। চারদিকে পরিকল্পিত সবুজায়ন, সুন্দর জলাশয় ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ কলেজে সম্প্রতি শিক্ষার্থীদের উদ্যোগে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।কলেজ গেটে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি ব্যানার টানানো হয়, যা এ সিদ্ধান্তের প্রতীক হিসেবে দেখা যাচ্ছে। কলেজ গভর্নিং বডি, শিক্ষক ও স্থানীয় ছাত্র সংগঠনগুলোর নেতারাও এ পদক্ষেপের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। তারা বলছেন, কোনো ছাত্র সংগঠন যদি কমিটি গঠন করেও থাকে, তাদের কার্যক্রম অবশ্যই ক্যাম্পাসের বাইরে পরিচালিত হবে। জানা গেছে, ১৯৯৮ সালে স্থানীয় শিক্ষানুরাগী প্রয়াত শচীন্দ্র লাল সরকার এ কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজটিতে তিনটি বিষয়ে অনার্স রয়েছে। প্রায় ৩,৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে এ কলেজে। হবিগঞ্জ জেলার দ্বিতীয় বৃহত্তম এ কলেজটি প্রতিষ্ঠার শুরু...