প্রতিবেশী দেশ থেকে আমদানি হওয়া চালের কারণে রাজধানী ও দেশের অন্যান্য শহরের বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে বাজারের দামে, যেখানে গত এক সপ্তাহে প্রতি কেজি চালের দাম ১ থেকে ৪ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। সেগুনবাগিচা, মানিকনগর, রামপুরাসহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে দেশি চালের সঙ্গে আমদানি চালও বিক্রি হচ্ছে। বাজারে বিভিন্ন মানের চালের দাম পরিবর্তন হয়েছে। সরু নাজিরশাইল চালের কেজি ৭৬-৮২ টাকা, যা আগে ৮০-৮৬ টাকা ছিল। মিনিকেট চাল ৭৪-৭৯ টাকায় বিক্রি হচ্ছে, আগের সপ্তাহে ছিল ৭৬-৮২ টাকা। মাঝারি মানের ব্রি-২৮ জাতের চাল ৫৯-৬১ টাকা কেজি, পাইজামের দাম ৫৯-৬০ টাকা কেজি এবং কাজল লতা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চালের মধ্যে স্বর্ণা ও গুটি বিক্রি হচ্ছে ৫২-৫৪ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ৫৪-৫৬ টাকা। মানিকনগর...