জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে। ভোটগ্রহণ শেষ হওয়ার ১৩ ঘণ্টা পর পর্যন্ত ২১টি হলের মধ্যে ১৪টির গণনা সম্পন্ন হয়েছে। বাকি সাতটি হলের গণনা চলছে। শুক্রবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার পরিকল্পনা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তির কারণে শেষ পর্যন্ত হাতে গণনা করা হচ্ছে। এ কারণে ভোট গণনায় দেরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুপুরের মধ্যে সব হলের ভোট গণনা শেষ হবে। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। হাতে গণনার কারণে এ প্রক্রিয়াতেও সময় লাগবে। গণনায় দায়িত্বে থাকা শিক্ষকরা বলছেন, সন্ধ্যার পর জাকসুর চূড়ান্ত ফল ঘোষণা করা...