সামরিক অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে মার্কিন-সমর্থিত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির সুপ্রিম কোর্টের একটি প্যানেলের সংখ্যাগরিষ্ঠ সদস্য তাকে দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট দেওয়ার পরপরই এই দণ্ড দেওয়া হয়। শুক্রবার ১২ সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর বৃহস্পতিবার পাঁচজনের মধ্যে চারজন বিচারপতি বলসোনারোকে অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার চেষ্টার জন্য দোষী সাব্যস্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক সমর্থনপ্রাপ্ত প্রাক্তন সেনা ক্যাপ্টেনকে বৃহস্পতিবার একটি অপরাধমূলক সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। যার লক্ষ্য ছিল ২০২৩ সালের গোড়ার দিকে লুলাকে ক্ষমতায় আসতে বাধা দেওয়া। বিচারপতি কারমেন লুসিয়া বলেন, বলসোনারো গণতন্ত্র এবং প্রতিষ্ঠান ধ্বংস করার উদ্দেশ্যে...