১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ এএম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে, যা নগরায়ণ ও আবাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সরকারি সূত্রে জানা গেছে, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট-এর কিছু বিষয়ে সংশোধনী আনা হয়েছে এবং তা বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় ইতিবাচক প্রতিক্রিয়া দিলে এই পরিবর্তিত অধ্যাদেশ কার্যকর হবে। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে বোর্ডের সদস্য সংখ্যা পাঁচ থেকে সাতজন বৃদ্ধি করা, কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত আন্তঃকর্তৃপক্ষ বদলির প্রক্রিয়া, এবং ২৫ বছরের চাকরির মেয়াদ পূর্ণ হলে বাধ্যতামূলক অবসরের বিধান। রাজউক কর্মকর্তাদের মতে, এই পদক্ষেপে সংস্থার কার্যক্রমে গতি আসতে পারে, তবে তা সংস্থার স্থায়ী জনবলের ওপর চাপও সৃষ্টি করতে পারে। রাজউকের ডিআইটি-রূপান্তর সংক্রান্ত ইতিহাস এই উদ্যোগকে আরও প্রাসঙ্গিক...